Friday, July 21, 2017

আসুন ঘুষ দেই, সরকারি চাকরি করি!



আমার আজকের লেখার হেডলাইন দেখে কেউ যদি অবাক হয়ে থাকেন কিংবা কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি ক্ষমাপ্রার্থী। আমি নিজে এমন একজন ব্যক্তি, যে তার জীবনে একটিও সরকারি চাকুরীতে দরখাস্ত করে নাই। এখন অবশ্য আমার সরকারি চাকরির বয়স অনেক আগে পার হয়েছে। আমার সরকারি চাকরিতে দরখাস্ত করার অনীহার কারণ না হয় আজকের লেখায় লেখলাম না। কিন্তু পাঠক বন্ধুদের নিকট আবারো ক্ষমা চেয়ে বলি, 'বড় কষ্ট আর এক বুক বেদনা' নিয়ে আমি আমার অভিজ্ঞতা, আমার ভাই, বন্ধু, পাঠকদের সাথে শেয়ার করতে চাই।  

আমার এই লেখার কোনো উদ্দেশ্য নেই যে ঘুষ দুর্নীতিকে প্রশ্রয় দেয়া। আমি এও জানিনা যে সরকারি চাকরি নিতে সত্যি ঘুষ দিতে হয় কিনা। কোন রেঙ্কের চাকরি নিতে কত টাকা ঘুষ দিতে হয় তাও আমার জানা নেই। কেননা আমি আগেই লিখেছি আমার জীবনে কোনো সরকারি চাকরিতে দরখাস্ত পর্যন্ত করি নাই। শোনা কথা সঞ্চয় করে নেহায়েত ক্ষোভ থেকে হেডলাইনটা লিখলাম। ধরুন, কোনো একটা সরকারি অফিসার রেঙ্কের চাকরি নিতে আমাকে ২০ লাখ  টাকা ঘুষ দিতে হবে। যদি আমার সর্বস্ব বিক্রি করে কিংবা বাবার সারা জীবনের সঞ্চয় ভেঙে সঠিক জায়গায় ঘুষ দিয়ে ঠিকঠাক মতো চাকুরীটা নিয়ে নিতে পারি তাহলে বিনিময়ে আমি কি পাব তার একটা ফিরিস্তি তুলে ধরার চেষ্টা করলাম, আশা করি কোথাও ভুল থাকলে আমার পাঠকরা ক্ষমা করবেন এবং শোধরে দেবেন দয়া করে:
  • উপরি কামাই হিসেবে মাসে গড়ে ২০,০০০ টাকা ধরলে  আগামী ১০ বছর এর মধ্যে মূল টাকা উঠে যাবে বলে ধরে নেয়া যায়। বাকি জীবন যা উপরি ইনকাম করবেন তা আপনার সর্বস্ব বিক্রি করার রিস্ক নেয়ার পুরস্কার ধরতে পারেন, নতুবা ২০ লাখ টাকার মাসিক মুনাফা ধরতে পারেন। এছাড়া ১০ বছর চাকুরী করার পর আপনি নিজেও এক্সপার্ট হয়ে যাবেন তাতে আপনার উপরি ইনকাম মাসে দ্বিগুন/তিনগুন হওয়াটাও অস্বাভাবিক না। আপনার মাসিক মাইনে? সেটা ব্যাঙ্ক থেকে না ওঠালেও একজীবন চলে যাবে। পেনশন এর কথা নাইবা বললাম। 
  • আপনি ১০০ ভাগ সৎ হবেন? কোনো উপরি ইনকাম চিন্তাও করবেন না? তাতেও কোনো সমস্যা নাই।  আমি গেরান্টি দিয়ে বলতে পারি, আপনি বাড়ি বিক্রি করে ২০ লক্ষ টাকা ঘুষ দিয়ে সরকারি চাকুরী নিয়ে ঠকবেন না। আসুন আমার হিসেবটা দেখুনঃ আপনি আজকের তারিখে (২০ জুলাই , ২০১৭) ২০ লক্ষ টাকা বাংলাদেশের যেকোনো ব্যাঙ্ক-এ মাসিক মুনাফা হিসেবে জমা রাখুন। সরকারের কর/VAT ইত্যাদি কাটার পর আপনি মাসে সর্বোচ্চ ১৩,০০০/- টাকা বাড়ি আনতে পারবেন। সাথে যোগ করুন NGO একজন নবাগত মাস্টার্স ধারির বেতন। সর্বোচ্চ ১০,০০০/- টাকা। মোট দাঁড়ায় ২৩,০০০/- টাকা। অরে ভাই, সরকারি চাকুরীতে একজন কেরানীও এর চাইতে অনেক বেশী বেতন পায়, আমিতো আপনাকে বলছি ২০ লক্ষ টাকা দিয়ে যেনতেন একজন অফিসার হতে; কোনো উপরি ইনকাম না করে, শুধুমাত্র ২০ লক্ষ টাকা ইনভেস্ট করেছেন মনে করলেও আপনি মাসে কমপক্ষে ১০,০০০/- লাভ করবেন। 


আমি আগেই উল্লেখ করেছি, আমি জীবনে সরকারি চাকরির দরখাস্ত করিনি, এখন বয়সও নাই। তাছাড়া আমি এও জানিনা কত দিলে কি চাকরি পেতে পারেন কিংবা সত্যি সরকারি চাকরি নিতে ঘুষ লাগে কিনা? তাই আমার এই লেখা পড়ে কেউ রিস্ক নিলে নিজ দায়িত্বে নিবেন। 
আপনি আরো পড়তে পারেন:

No comments:

Post a Comment