Wednesday, July 5, 2017

বস কহেন. . . . . .



যারা NGO বসের ইংরেজী জ্ঞান ! আর্টিকেলটি পড়েছেন তাদের জন্য আমার কল্পিত XYZ অফিসের কথিত বসের কিছু বচন উদৃত করলাম। অবাক হবেন না; শুনতে হাস্যকর শুনালেও এই ধরণের বসেরা মাঝে মধ্যে দুই একটি ইংরেজি শব্দ না বললে তার অধীনস্থরা বুঝবে কিভাবে তিনি বড় বস। তবে মনে রাখবেন, হাওরের মধ্যে নাকি শেয়াল রাজা হয়, আবার নাকি গাছ নাই মুল্লুকে ভেরেলা গাছ রাজা হয়। অন্যরা কিন্তু বসের এই হাস্যকর ইংরেজি শুনে ঠিকই মুখ টিপে হাসে। এই বসেরা আমাদের বিভিন্ন নামি দামি সংস্থায় বাস্তবে বিদ্যমান। 

দেখুনতো আপনার বসের মুখে এরকম কথা শুনা যায় কিনা? মিলিয়ে নিন: 
⇒ কথন-০১: 'এন্টার' (entire) বিষয়টা আমার জানা আছে। 
⇒ কথন-০২: চায়নিজ - এ গিয়ে 'চুপ' (soup) না খেলে ঠিক জমেনা। 
⇒ কথন-০৩: আমি 'then & then' এই অফিসের ED হতে পারি। গতবছর আমাকে রিকুয়েস্ট করা হয়েছিল। আমি 'রিফুজ' (refuse) করলাম, এমনিতেই তো ভালো আছি।  
⇒ কথন-০৪: যা ইংরেজি জানি মোটামুটি XYZ এর মতন একটা অফিস চালানো আমার বাম হাতের খেল। 
⇒কথন-০৫: আমি ইংরেজিতে কোনো ড্রাফট করলে এই অফিসের কেউ তার উপর কলম ধরেনা। 
আরো আসছে  . . . . . . . . . . . . . . . . .

উপরের অভিজ্ঞতা আমাদের আশেপাশেই বিদ্যমান, তবে আর্টিকেলটা কল্পিত। কেউ যদি কোনোভাবে বাস্তবের সাথে কোনো মিল পেয়ে যান তা একেবারেই কাকতালীয় এবং যিনি মিল পাবেন তাঁর নিজ দায়িত্বে পেতে থাকবেন। 

No comments:

Post a Comment