Wednesday, July 5, 2017

বসনামা ০১



আমার কল্পিত অফিসের নাম দিলাম XYZ. সেটা অবশ্য যারা আমার বস কহেন. . . . . . আর্টিকেলটা পড়েছেন তারা বুঝতে পেরে গেছেন। তারপরেও আবার লিখি কারণ, আমার এই কল্পিত বসেরাতো 'ভাত দেওয়ার মুরোদ নাই, কিল দেওয়ার গোসাঁই'। দেখা গেলো কার আবার কোনদিকে মান সম্মানের উপর আঘাত লেগে গেলো। আমি গরিবের উপর পড়বে মানহানি কিংবা তথ্য প্রযুক্তি আইনের খড়গ। তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হলো, 'পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার বুকে বাজে'। আসুন এবার গল্প বলার সুবিধার্থে চরিত্র সাজাই। মনেকরি Mr. KK. একজন ম্যানেজার, Mr. MM. একজন অফিসার, Mr. AA. ওই অফিসের ড্রাইভার, Mr. YY. একই অফিসের পিওন। আমার কল্পিত গল্পের plot সাজানো শেষ। আসুন মিলাই আপনার বসের সাথে আমার কল্পিত বসের পার্থক্য কি? যদি সত্যি পার্থক্য থেকে থাকে তাহলে আপনি সত্যি একজন ভালো বসের অধীনে চাকুরী করছেন। 

Mr. MM. একদিন ভুল করে বাসায় তাঁর রুমের চাবি বাসায় রেখে আসলেন, তখনি ম্যানেজার সাহেবের হুংকার, 'এসব অথর্ব লোক দিয়ে কাজ চলে নাকি, ও আসলে শারীরিকভাবে ফিট না। কেন যে অফিস এই লোকগুলোর বেতন দিয়ে পুষে? গর্ধব, অথর্ব . . . . . এখনই বাসায় গিয়ে চাবি আনবেন।' সাথে সাথে Mr. MM. বাসায় গেলেন চাবি আনলেন। অফিসে বিকল্প চাবি থাকলেও দেয়া হলোনা কারণ এটা Mr. MM. এর শাস্তি। এটাইতো স্বাভাবিক। আল্লাহ কি খেল দেখালেন কে জানে, ওই ঘটনার ঠিক চারদিন পর Mr. KK. সারা অফিসের চাবি বাসায় রেখে আসলেন। অফিসে এসেই ডাকলেন 'YY', পিওন YY. হাজির। 'যাও আমার বাসায় গিয়ে চাবিটা নিয়ে এসো। বাসা থেকে আসার সময় খেয়াল ছিলোনা, চাবিটা রেখে এসেছি।' বলা বাহুল্য, Mr. YY. এর TA বিল অফিস থেকেই দেয়া হলো। হাজার হউক (তথাকথিত) বস (!) তো। একদিন ভুল করে চাবি বাসায় রেখে আসতেই পারেন। ঐদিকে আল্লাহ মনে হয় এই পর্যন্ত এসেও আরো কিছু খেলা বাকি রেখেছিলেন। ১০/১২ দিন পর ওই একই বস অফিসের গাড়িতে করে আসার সময় গোটা চাবির ঝুটিটাই হারিয়ে ফেললেন। চাবি হারানো অফিসার Mr. MM. অথৰ্ব হলেও বস (!) তো আর অথর্ব না। উনি অফিসের এসি গাড়িতে আসতে আসতে গুরুত্বপূর্ণ কিছু কাগজ গাড়িতে বসেই দেখছিলেন, কোনো এক ফাঁকে কাগজ বের করতে গিয়ে চাবির জুটিটা ব্যাগ থেকে পরে গেছে। তবে ড্রাইভার Mr. AA. আসলেই গাধা, শত খুঁজেও গাড়ির ভেতর থেকে চাবির ঝুটিটা উদ্ধার করতে পারলনা। অফিসে এসেই Mr. YY. কে ডাকা হলো, চাবিওয়ালা আসলো, তালা ভাঙা হলো, নতুন তালা কেনা হলো। বিল তো গৌরীসেন (office) দেবে। এটাই স্বাভাবিক। বসের গায়ের বাতাসে সবসময়ইতো আতরের গন্ধ। খারাপ যত গন্দ তা তো সব ওই বেটা খাটাশ MM. এর গায়ে।


উপরের অভিজ্ঞতা আমাদের আশেপাশেই বিদ্যমান, তবে আর্টিকেলটা কল্পিত। কেউ যদি কোনোভাবে বাস্তবের সাথে কোনো মিল পেয়ে যান তা একেবারেই কাকতালীয় এবং যিনি মিল পাবেন তাঁর নিজ দায়িত্বে পেতে থাকবেন। কেননা মনে রাখবেন, K দিয়ে কায়সার, কবির, খান কত নাম লেখা যায়, আবার মনির, মান্নান কত কিছু লেখা যায় M দিয়ে। আমার অভিজ্ঞতায় একই অফিসের বস, মালিক, ড্রাইভার তিনজনের নাম একসাথে মনির হতে দেখেছি। A  দিয়ে আনোয়ার, আব্বাস কতশত নাম লিখা যায়। আবার Y দিয়ে হতে পারে ইউনুস, ইয়ানুর। 

আপনি আরো পড়তে পারেন: 
বসনামা-০২ আসছে . . . . . . 



No comments:

Post a Comment