Saturday, July 1, 2017

বসের কাছ থেকে ইংরেজি শিখবেন?





প্রিয় পাঠক, যারা NGO বসের ইংরেজী জ্ঞান ! আর্টিকেলটি পড়েছেন এই আর্টিকেলটা তাদের জন্য। আমি কিছু লিখবনা, খামাখা আপনাদের সময় নষ্ট। যে ফাইল থেকে আগের আর্টিকেলটা লেখার খোরাক পেয়েছিলাম এই লেখাটাও সেই ফাইল থেকে নেয়া। আশা করি ইংরেজি থেকে মজা পাবেন। 





যদি কেউ ওই বসের কাছ থেকে ইংরেজি শিখতে (!?) চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি পুরান কাগজের ফাইলটা স্ক্যান করে রেখেছি, ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে। আপনাদেরকে ইংরেজি শিখানোর সাহায্য থেকে নিজেকে বিরত রাখব, এতটা স্বার্থপর আমি নই। 
আপনি ইচ্ছে করলে নিচের আর্টিকেলগুলো পড়তে পারেন: 

No comments:

Post a Comment