Saturday, July 16, 2016

সম্মানিত ভাড়াটিয়া (!), ইলেকট্রিক বিল কখনো খেয়াল করেছেন?



আপনি যদি ঢাকা শহরে ভাড়াটিয়া হয়ে থাকেন তাহলে প্রশ্নটা আপনার জন্যই। আপনার বাসার ইলেকট্রিক বিল কখনো খেয়াল করেছেন? পাঠকরা মনে করতে পারেন এটা একটা আজগুবি প্রশ্ন আর আপনার সময় নষ্ট করার চেষ্টা। মোটেও আমি তা করছি না। আপনি যে আমার এই লেখাটা কষ্ট করে পড়ছেন তাতেই আমি কৃতজ্ঞ, তবুও আমার অভিজ্ঞতা শেয়ার না করে থাকতে পারছি না। নিচের প্যারাটা পড়লেই বুঝতে পারবেন আমি কি বলতে চাই।

পপি আক্তার। ভাড়া থাকেন আদাবর রিং রোড এলাকার একটি বাড়িতে। বাসায় থাকেন শুধু তিনি আর তার মা। কোন আত্মীয় আসলে মাঝে মাঝে হয়তো একটু বেশি ইলেক্ট্রিক খরচ হতে পারে। তাছাড়া তাদের দুজনের সংসারে সাধারণভাবে চলে ৩টি ফ্যান, ১টি ফ্রিজ ও বাথরুমসহ মোট ৫টি এনার্জি স্যাভিং বাল্ব। ইলেক্ট্রিক বিলের তাড়নায় কাপড় ধোলাই করেন লন্ড্রিতে। তার পরিবারের মাসিক ইলেক্ট্রিক বিল আসে ১৮০০/- থেকে ২২০০/- টাকা পর্যন্ত। তাদের বিল্ডিংএ বাড়িওয়ালাসহ মোট ১২টি পরিবার বসবাস করে। বাড়িওয়ালা ছাড়া বাকি ১১টি পরিবারের মাসিক ইলেক্ট্রিক বিল গড় ২০০০/- থেকে ২২০০/- . পপিরা যে বাসায় থাকেন সে বাসার বাড়িওয়ালার বাসায় চলে মাত্র ৪টি এসি, ২টি ফ্রিজ ও আনুমানিক ১০/১২টি বাল্ব। কিন্তু কোনো এক রহস্যময় কারণে ঐ বাড়িওয়ালার ইলেক্ট্রিক বিল আসে ৪০০/- থেকে ৬০০/- টাকার মধ্যে। 

হামিদুর রহমান। মনসুরাবাদ আবাসিক এলাকায় একটি বাসায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস করেন। অফিসে মোট ফ্যান ৩টা , বাল্ব ৪টা , একটি মিনি ফ্রিজ আছে। রাতে কেউ অফিসে থাকে না। মাসিক ইলেক্ট্রিক বিল আসে ১২০০/- থেকে ১৫০০/- পর্যন্ত। ঐ বাড়িওয়ালার ইলেক্ট্রিক বিলও আগের গল্পের বাড়িওয়ালার সমান। তবে এই বাড়িওয়ালা তুলনামূলক গরিব (!) হওয়ায় তিনি মাত্র দুইটি এসি চালান। 

আমার পাঠকদের মনে ধারণা জাগতে পারে আমি কারো প্রতি কোনো বিদ্বেষ থেকে এই লেখা লিখতেছি তাই ঐ বাড়িওয়ালাদের নাম পরিচয় এই লেখায় প্রকাশ করলাম না। তবে তাদের নাম পরিচয় কিংবা মোবাইল নাম্বার চাইলে আমার কমেন্ট বক্স এ আপনার মোবাইল নাম্বার লিখুন আমি পাঠিয়ে দিতে পারি। এরকম কমপক্ষে ১০জন বাড়িওয়ালার নাম আমার কাছে আছে যারা মিটার টেম্পারিং করে মাদার মিটারের বিল সাব মিটারে বন্টন করে। তাছাড়া আমি তো মাত্র ১০ জনকে চিনি কিন্তু ঢাকা শহরে হাজার বাড়িওয়ালা (সব বাড়িওয়ালা না) এই কারসাজির হোতা ও পৃষ্ঠপোষক। আমার লেখাটা শুধু আমার পাঠক ও বন্ধুদের সাথে অভিজ্ঞতা শেয়ার করার জন্য। যদি কেউ সচেতন হয়। 
আপনি আরো পড়তে পারেন : বাড়িওয়ালা সব আইনের উর্ধে?


No comments:

Post a Comment