Tuesday, May 23, 2017

এস.এস.সি. পরীক্ষায় দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের সাফল্য!


২০১৭ সালে অনুষ্ঠিত এস.এস.সি. পরীক্ষায় এবিসি পরিচালিত দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্রাবাস সমূহ থেকে মোট ১৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং তাদের সকলেই সাফল্যের সাথে উত্তীর্ণ হয়। এদের মধ্যে অন্যতম হচ্ছে কুমিল্লা হোস্টেল থেকে পরীক্ষায় অংশগ্রহণকারী মোঃ তফসিরউল্লাহ। সে কুমিল্লা বোর্ড থেকে জিপিএ ৫.০০ পাওয়া মাত্র ২জন ছাত্রের মধ্যে একজন। তার এই সাফল্যে এবিসি পরিবার গর্বিত ও মোঃ তফসিরউল্লাহকে জানাচ্ছে অভিনন্দন। 



বি:দ্রঃ এবিসি পরিচালিত দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্রাবাস সমূহের বিভিন্ন জেলায় বেশ কিছু সীট খালি আছে। যোগাযোগঃ 01798-664153

No comments:

Post a Comment